সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেন গ্রন্থের মোড়ক উন্মোচন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

একুশে বই মেলায় আসছে চলচ্চিত্র সাংবাদিক আবদুল্লাহ জেয়াদ-এর লেখা ‘কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেন’ গ্রন্থ। সম্প্রতি এফডিসির জহির রায়হান কালারল্যাব ভিআইপি প্রজেকশন হলে গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু, বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী কোহিনুর আখতার সুচন্দা, বাংলাদেশের চলচ্চিত্রের মুভি মোগলখ্যাত প্রযোজক এ কে এম জাহ্ঙ্গাীর খান, নায়ক আলমগীর, ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি আবদুর রহমান এবং সভাপতিত্ব করবেন প্রযোজক-পরিবেশক খোরশেদ আলম খসরু। ছয়াট অধ্যায়ে বিন্যাসিত ‘কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেন’ গ্রন্থটিতে নায়িকা সুচিত্রার তিনটি সময়ের জীবনের নানা অনুষঙ্গ উঠে এসেছে। এক. শৈশব ও কৈশোরকাল ২, বিবাহোত্তর ও চলচ্চিত্রীয় জীবন এবং তিন. অন্তরীণ জীবন। এছাড়া পরিশিষ্ট-১ এবং পরিশিষ্ট-২ তে ভারত ও বাংলাদেশের কবিসাহিত্যিক এবং সেলিব্রিটিদের স্মৃতিকথা তুলে ধরেছেন লেখক। আরও আছে অনেক দুর্লভ স্থিরচিত্র। ৩৩৬ পৃষ্ঠার এই গ্রন্থটি প্রকাশ করেছে জ্যোতি প্রকাশ। দাম ৪০০ টাকা। গ্রন্থটি পাওয়া যাবে বই মেলার ১৮৮ নং জ্যোতি প্রকাশ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৬৭ নং স্টলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন