স্টাফ রিপোর্টার : শারীরিক অবস্থার উন্নতি হয়নি চিত্রনায়িকা দিতির। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মাঝে মাঝেই পরিচিতজনদের চিনতে পারছেন না। ইউনাইটেড হাসপাতালের প্রধান জনসংযোগ ও ব্যবসায় উন্নয়ন কর্মকর্তা, চিকিৎসক শাগুফা আনোয়ার জানান, দিতির শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। তবে অবনতির দিকে যায়নি। আমাদের এখান থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় সম্প্রতি ঢাকায় ফিরিয়ে আনা হয় তাকে। দিতি এখন ইউনাইটেড হাসপাতালের নিউরো সেন্টার বিভাগের পরিচালক সৈয়দ সায়ীদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন