শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

লেখক সৈয়দা নাজমুন নাহারের ‘পদক্ষেপ সম্মাননা’ অর্জন

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ২৪ জানুয়ারি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি (জীবনানন্দ সভাগৃহ), কলকতায় অনুষ্ঠিত হলো সৌহার্দ্য (কলকাতা) কর্তৃক আয়োজিত সৌহার্দ্য কবিতা সন্ধ্যার এক ব্যতিক্রমী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বাংলা ভাষা সাহিত্য-সংস্কৃতিতে উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ একজন প্রথিতযশা কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে কবি ও লেখক রুমানা চৌধুরীকে এবং বাংলা ভাষা সাহিত্যে অঙ্গনে বিশেষ অবদানের জন্য কবি ও লেখক সৈয়দা নাজমুন নাহারকে যৌথভাবে “পদক্ষেপ কবিতা আবৃতি সংগঠন” কর্তৃক “পদক্ষেপ সম্মাননা” ২০১৬ এ ভূষিত করা হয়। সম্মাননা প্রদান করেন মধুছন্দা তরফদার। কবি ও লেখক রুমানা চৌধুরীর স্বরচিত কবিতার অ্যালবাম, সিডি ও ডিভিডি কলকাতার পাঠক-শ্রোতামহলে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। এর মধ্যে রয়েছে কলকাতার সৌহার্দ্য প্রযোজিত ও পরিবেশিত “সততার পংক্তিমালা” “দি ফেয়ারী টেল অফ বেঙলস”, “অচিন পাখির খোঁজে” এবং কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের সাথে পূর্ব-পশ্চিমের কবিকণ্ঠে কবিতা আবৃতির সিডি ‘আবহমানের উড়ান’। অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্ত দাস, কমল দে সিকদার এবং পঙ্কজ সাহা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন