সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রথমবার ভাষার গান গাইলেন বাপ্পা মজুমদার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার প্রথমবার ভাষা নিয়ে গান করছেন। ‘আমার প্রাণের বর্ণমালা’ শীর্ষক এই গান বাজারে আসবে ২১ ফেব্রুয়ারির আগেই। গানটি লিখেছেণ সাংবাদিক সায়ীদ আবদুল মালিক। বাপ্পা মজুমদার বলেন, একটা গান নিয়ে কাজ করছি, এটা একুশ নিয়ে গান। ভাষা দিবস উপলক্ষে মূলত এই গান। আশা করছি, ভিডিওসহ গানটা নির্মাণের কাজ দুয়েক দিনের মধ্যে শেষ করতে পারব। গানটি ভিডিওসহ আমার ইউটিউব চ্যানেলে ২১ ফ্রেব্রুয়ারির আগেই সরাসরি প্রকাশ করবো। তিনি বলেন, আমার একটা তাগিদ ছিল। একুশ নিয়ে আমি কখনো গান করিনি। এককভাবে ভাষা নিয়ে আমার কোনো গান নেই। সেরকম একটা তাগিদ থেকেই এই গানটা করছি। এ ছাড়া সাংবাদিক সায়ীদ আবদুল মালিকের প্রবল উৎসাহ ছিল আমার সাথে কাজ করার। আমি আগেও তার লেখা একটি গানে কণ্ঠ দিয়েছি, কাজ করেছি। প্রথমবার একুশ নিয়ে গাওয়া গানের বিশেষত্ব সম্পর্কে বাপ্পা মজুমদার বলেন, অন্য গানের তুলনায় এই গানে ভিন্নতা রয়েছে। গানের কথাগুলো একেবারে অন্যরকম। কম্পোজিশন খুবই সহজ, কোনো প্রকার জটিলতা নাই, একেবারে সহজ কথায় লেখা। সহজেই বুঝতে পারা যায় এমন কথা। এ ছাড়া গানের সুর করার ক্ষেত্রেও অত্যন্ত সহজ সুর তোলার চেষ্টা করেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন