দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। প্রতিবারের মত এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারী আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এই বিশেষ পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে টকশো’র আঙ্গিকে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় এবং ভালোবাসা নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। তারই ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোটিং। এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা মীর সাব্বির ও সাজু খাদেম। এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ৩টি। একটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী। গানটি লিখেছেন প্রদীপ সাহা, সুর করেছেন অভি আকাশ। ঢাকার একটি মনোরম লোকেশানে গানটির চিত্রায়ন করা হয়েছে। আর একটি দ্বৈত সঙ্গীত গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আনিকা ও ইত্যাদি খ্যাত শিল্পী প্রতিক হাসান। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রতিক হাসান নিজেই। লোক সঙ্গীতের সুরে ভালোবাসার কথায় আর একটি গানের চিত্রায়নে অংশ নিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা ঈমন এবং পিয়া বিপাশা। প্রিয়জনের জন্য তালা ঝুলিয়ে ভালোবাসার বন্ধনকে ধরে রাখতে রাঙামাটি শহরের কাপ্তাই হৃদের পাড়ে একটি দ্বীপে গড়ে তোলা পলওয়েল পার্কে ‘লাভ লক পয়েন্ট’ এর উপর রয়েছে একটি প্রতিবেদন। পেশায় চিকিৎসক ডা. এম এ মান্নানের পাখী প্রেমের উপর রয়েছে একটি ভিন্নধরণের প্রতিবেদন। দুই তরুণ-জাহিদ ও সৌরভের কুকুর-বিড়ালদের চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার জন্য গড়ে তোলা ‘কেয়ার ফর প’স এর উপর রয়েছে আর একটি প্রতিবেদন। এছাড়াও ভালোবাসার উপর বিভিন্ন আঙ্গিকে রয়েছে বেশ কিছু মজাদার নাট্যাংশ। দেশের শীর্ষস্থানীয় অভিনয় শিল্পীরা এতে অভিনয় করেছেন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ০৭:৪০ মিনিটে। অনুষ্ঠানটি পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেডের সৌজন্যে। অনুষ্ঠানটি নির্মান করেছে ফাগুন অডিও ভিশন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন