শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

হজের খরচ বাড়েনি বরং কমেছে - ধর্ম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৩২ পিএম

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সৌদি সরকার করসহ বিভিন্ন ব্যয় বৃদ্ধি করেছে। সে তুলনায় আমাদের প্যাকেজে খরচ বাড়েনি। বরং অনেক কমেছে। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে গতকাল সোমবার মন্ত্রিসভায় দুটি হজ প্যাকেজের খসড়া অনুমোদন দেয়া হয়। সরকারি ব্যবস্থাপনায় এবার পবিত্র হজব্রত পালনে প্রথম প্যাকেজে ৪ লাখ ১৮ হাজার ৫০০ এবং দ্বিতীয় প্যাকেজে ৩ লাখ ৪৪ হাজার টাকা খরচ হবে।

গতবারের চেয়ে প্রথম প্যাকেজে (৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা) ২০ হাজার ৫৭১ টাকা এবং দ্বিতীয় প্যাকেজে (৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা) ১২ হাজার ৬৪১ টাকা বেড়েছে।

এদিন ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি সরকার কমবেশি ২৫ হাজার টাকা বৃদ্ধি করায় এবারের প্রথম প্যাকেজ হওয়ার কথা ছিল ৪ লাখ ৪২ হাজার ৯১০ টাকা। কিন্তু, আমরা যেটা করেছি, সে হিসাবে ২৪ হাজার ৪১০ টাকা বরং কমেছে।’

তিনি বলেন, ‘দ্বিতীয় প্যাকেজে অতিরিক্ত বিমান ভাড়া ২০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছিল। সে হিসাবে প্যাকেজ হওয়ার কথা ছিল ৩ লাখ ৭০ হাজার টাকা। কিন্তু, আমরা ধরেছি, ৩ লাখ ৪৪ হাজার টাকা। সে হিসাবে ব্যয় কমানো হয়েছে ২৬ হাজার ৩৯৫ টাকা।’

এক প্রশ্নের জবাবে শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আমরা এ বছর আল্লাহর মেহমানদের অত্যন্ত সন্তুষ্টচিত্তে হজ করানোর চেষ্টা করছি। তাদের কোনো কষ্ট হবে না, এ নিয়ত আমরা করছি। যদি কেউ ব্যাঘাত করে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকবে, যাতে ভবিষ্যতে পবিত্র কাবাঘরের মেহমানদের নিয়ে কেউ ছিনিমিনি খেলার সুযোগ না পায়।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজের বিষয়টি অধিক তীক্ষ্ণভাবে নজর দিয়ে থাকেন। প্রতিবছরই এ বিষয় নিয়ে খবর রাখেন, এবারও রাখছেন। প্রধানমন্ত্রী বলেছেন— যেকোনো কিছুর বিনিময়ে বাংলাদেশের হাজিরা যেন সুখে-শান্তিতে এবং ভালভাবে হজ করতে পারেন। এ ব্যাপারে আপনারা কাজ করুন এবং আমার যা সম্ভব তা আমি করব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন