শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় ঔষধ বিক্রির আড়ালে এ্যালকোহল বিক্রির অপরাধে ব্যবসায়ী গ্রেফতার

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৫১ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় হোমিও ঔষধ বিক্রির আড়ালে এ্যালকোহল বিক্রির অপরাধে ব্যবসায়ী বিনয় কৃষ্ণ দাস (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কোটালীপাড়া থানায় এসআই হাদী আব্দুল্লাহ, এএসআই হাসমত উল্লাহ ও এএসআই খয়বর রহমান সঙ্গীও ফোর্স সুজন মিয়াকে নিয়ে এলাকায় মাদক বিরোধী জরুরী ডিউটি পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে শুয়াগ্রাম বাজারে অভিযান চালায় এ সময় তার দোকান থেকে নেশা জাতীয় ১৬৮০এমএল এ্যালকোহল উদ্ধার করা হয়। বিনয় কৃষ্ণ দাস উপজেলার শুয়াগ্রামের বিলাশ চন্দ্র দাসের ছেলে এবং শুয়াগ্রাম বাজারে একজন হোমিও ঔষধ ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় অবৈধ নেশা জাতীয় দ্রব্য বিক্রির অপরাধে একটি মামলা হয়েছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান- বিনয় কৃষ্ণ দাস শুয়াগ্রাম বাজারে হোমিও ব্যবসার আড়ালে দীর্ঘদিন ঘরে নেশা জাতীয় এ্যালকোহল বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করে আসছিল। এমন সংবাদ পেয়ে গতকাল রাতে বেশ কিছু এ্যালকোহল সহ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন