শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দর্শক টানতে ব্যর্থ ‘আমাবাস’

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বলিউডে নির্মিত ‘আমাবাস’, ‘ফকির অফ ভেনিস’, ‘ঝল’, ‘এস পি চৌহান’, ‘সাসপেন্স’, ‘দোস্তি কে সাইড ইফেক্টস’ এবং ‘পার্কিং ক্লোজড’ ফিল্ম সাতটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। এর মধ্যে ‘আমাবাস’ এবং ‘ফকির অফ ভেনিস’ ফিল্ম দুটিই কিছুটা আলোচনায় এসেছে তবে দুটি ফিল্মেরই আয় হতাশাজনক।
হরর ফিল্ম ‘আমাবাস’ পরিচালনা করেছেন ভূষণ পাটেল। ফিল্মটিতে অভিনয় করেছেন নারগিস ফাকরি, সচীন জোশি, মোনা সিং, কেভিন মাতাদিন, শবনম করিমজাদা, আলি আসগর। শুক্রবার ফিল্মটি আয় করেছে ৮০ লাখ রুপি। সপ্তাহান্তের আয় ২.৩০ কোটি রুপি। চলচ্চিত্রটির কাহিনীতে কোনও বিশেষত্ব নেই, পুনরাবৃত্তি আছে।
ড্রামা ‘ফকির অফ ভেনিস’ পরিচালনা করেছেন আনন্দ সুরাপুর আর এতে অভিনয় করেছেন ফারহান আখতার, আন্নু কাপুর এবং কমল সিধু। শুক্রবার ৫০ লাখ রুপিতে আয়ের খাতা খুলে সপ্তাহান্ত পর্যন্ত ফিল্মটি আয় করেছে ১.৩০ কোটি রুপি।
এই সপ্তাহান্ত পর্যন্ত ‘এক লাড়কি কো দেখা তো এয়সা লাগা’ আয় করেছে ২০.৫৮ কোটি রুপি।
‘মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি’ আয় করেছে ৮৮.৪৫ কোটি রুপি। ‘থাকরে’র সর্বশেষ আয় ৩৪ কোটি রুপি। ২৪০ কোটি রুপি আয় ছাড়িয়ে ‘সিম্বা’ ব্লকবাস্টারের মর্যাদা পেয়েছে। ‘উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর সর্বশেষ আয় ৭৭ কোটি রুপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন