শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

৫২ সিনেমা হলে ৫২-এর ভাষা আন্দোলনের সিনেমা ফাগুন হাওয়ায়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

১৫ ফেব্রুয়ারি সারাদেশের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ৫২-এর ভাষা আন্দোলনের সিনেমা ‘ফাগুন হাওয়ায়’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তির ব্যাপারে নিশ্চিত করেছে ‘ফাগুন হাওয়ায়’ এর পরিবেশক প্রতিষ্ঠান অভি কথাচিত্র। এদিকে সোশাল মিডিয়াতেও ‘ফাগুন হাওয়ায়’র ব্যপক প্রচারণা চলছে। পোস্টার, টিজার ও ট্রেলারের পর সিনেমার প্রথম গানটিও বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ঐতিহাসিক কাহিনী নির্ভর সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও তিশা। আরো অভিনয় করেছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ। তৌকীর আহমেদ জানান, ভালোবাসা দিবসকে ঘিরে সিনেমাটির মুক্তির আয়োজন হলেও ‘ফাগুন হাওয়ায়’-এর গল্প বায়ান্নর প্রেক্ষাপট ঘিরে। এতে ৫২-এর ঘটনাবলি থাকলেও ভালোবাসা, মানবিক বিষয়, কমেডিসহ হিউমার আছে। দর্শকেরা এখানে সব ধরনের উপাদানই পাবেন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন