রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

উপজাতী নারী ব্যান্ড দল এফ-মাইনরের প্রথম মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘পরাণ প্রিয়’ নামে একটি রোমান্টিক গান নিয়ে এসেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। গানটি গেয়েছে উপজাতীয় নারী ব্যান্ড এফ-মাইনর। দলটি দেশের একমাত্র নারী সদস্যদের ব্যান্ড। গানটিতে উপজাতীয় মানুষদের ভালোবাসার বহিঃপ্রকাশে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া কীভাবে প্রভাবিত করছে তা গানের মিউজিক ভিডিওতে তুলে ধরা হয়েছে। প্রখ্যাত সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়ার সুরে গানটি লিখেছেন এফ-মাইনর ব্যান্ডের সদস্যরা। গানটিতে বাংলা ও গারো দুটি ভাষাই ব্যবহার করা হয়েছে। গানটির মিউজিক ভিডিও রবির অফিশিয়াল ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। এটি এফ-মাইনর ব্যান্ডের প্রথম মিউজিক ভিডিও। বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির শূটিং করা হয়েছে। উপজাতীয়দের জীবনধারা এবং ইন্টারনেট ব্যবহারের চিত্র গানের ভিডিওতে তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের অক্টােবর থেকে এফ-মাইনর ব্যান্ডের পথচলা শুরু। বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন উপজাতীয় গোষ্ঠীর সঙ্গীত ও সাংস্কৃতিক জীবনধারা গানের মাধ্যমে তুলে ধরাই ব্যান্ডটির অন্যতম উদ্দেশ্য। উপজাতীয় ধারার ফোক গানও ব্যান্ডটির লক্ষ্য। এ ছাড়া সঙ্গীতের অন্যান্য ধারা নিয়েও ব্যান্ডটি কাজ করছে। এফ-মাইনর ব্যান্ডের পাঁচ নারী সদস্য হলেন-পিংকি চিরান (ভোকাল), নাদিয়া রিছিল (গিটার, উইকেলেলে ও ভোকাল), গ্লোরিয়া মান্দা (লিড গিটার), লুসি চিছাম দিবা (কাজন), একিউ মারমা (কিবোর্ড)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন