অভিনেতা মনীশ পালের বিচরণ এখন চলচ্চিত্র আর টেলিভিশন দুই মাধ্যমেই। তিনি জানিয়েছেন দুই মাধ্যমে তিনি কোন পার্থক্য দেখেন না এবং দুটিতে কাজ করেই আনন্দ পান।
“আমি কাজ করেই আনন্দ পাই। ভাবি না আমি চলচ্চিত্র না টিভিতে কাজ করছি। হোক তা চলচ্চিত্র বা ‘ঝলক দিখলা যা’ বা ন্যাশনাল জিওগ্রাফিকের কোনও অনুষ্ঠান, যেখানেই যাই আমি আমার ২০০ শতাংশ দিয়ে থাকি আর আমি তাতেই বিশ্বাস করি,” মনীশ এক অনুষ্ঠানে বলেন।
আগামীতে মনীশকে বড় পর্দায় দেখা যাবে ‘বা বা বø্যাক শিপ’ চলচ্চিত্রটিতে। এই চলচ্চিত্রটিতে অনুপম খের তার রূপায়িত চরিত্রের বাবার ভূমিকায় অভিনয় করেছেন।
শেষ পর্যন্ত মনীশ কি চলচ্চিত্রের ব্যস্ততার জন্য টিভি ছেড়ে দেবেন? জবাবে তিনি বলেন, “আমি এখন ‘বা বা বø্যাক শিপ’ ফিল্মটির কাজ করছি। দেখা যাক টিভি থেকে কী অফার পাই। এর সবই চ্যানেলের ওপর নির্ভর করে। তারা ডাকলেই আমি যাব।” তিনি জানান ‘বা বা বø্যাক শিপ’ এটি পূর্ণাঙ্গ কমেডি ফিল্ম, তবে তাতে যথেষ্ট অ্যাকশন আর ড্রামা আছে।
মনীশকে সর্বশেষ দেখা গেছে ‘তেরে বিন লাদেন ডেড অর অ্যালাইভ’ চলচ্চিত্রে; এটি এই বছরের প্রথম দিকে মুক্তি পেয়েছে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন