শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিশ্ব নারী দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে যদি একদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ এএম

আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে মুক্তি পাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত সিনেমা ‘যদি একদিন’। সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। গত ৩১ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কতৃপক্ষ বিনা কর্তনে সিনেমাটি ছাড়পত্র পায়। প্রযোজক বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমাদের সবাইকে একসঙ্গে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে হবে। আমি অনেক আশাবাদী। সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে বেঙ্গল মাল্টিমিডিয়া ও আরটিভি চলচ্চিত্রকে সুস্থ বিনোদনের ধারায় ফিরিয়ে আনার চিন্তা করে আসছিল। দর্শককে হলমুখী করতে আমরা নির্মাণ করেছি ‘যদি একদিন’। আপাতত মুক্তির তারিখ জানানো হলো। কিছুদিনের মধ্যেই সিনেমাটির হল পরিকল্পনা জানিয়ে দেয়া হবে। এটি পারিবারিক ও রুচিশীল গল্পের একটি সিনেমা। আমি বলব, আপনারা হলে গিয়ে ‘যদি একদিন’ দেখুন। আশা করি ভালো লাগবে।’ সিনেমাটিতে অভিনয় করেছেন তাহসান, তাসকিন রহমান এবং কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন রাইসা। তাকে নিয়েই সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে। এ সিনেমার মাধ্যমে জনপ্রিয় গায়ক, অভিনেতা, মডেল, উপস্থাপক তাহসান খানের বড় পর্দায় অভিষেক হতে চলেছে। সিনেমাটিতে ছোট্ট রাইসার সঙ্গে নায়ক তাহসানের বাবা-মেয়ের এক দারুণ রসায়ন ফুটে উঠেছে। সেই সঙ্গে তাহসান-শ্রাবন্তীর প্রেম-বিরহের কিছুটা আঁচ পাওয়া যায়। সবমিলিয়ে আমাদের দেশের একটি পরিবারের গল্প উঠে এসেছে ‘যদি একদিন’ সিনেমাটিতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন