স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো নাটকে অভিনয় করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খান। নাটকটি পরিচালনা করছেন মোস্তফা কামাল রাজ। নাটকটির নাম রূপকথা। ঈদে এটি চ্যানেল আইতে প্রচার হবে। ইতোমধ্যে নাটকটির শূটিংয়ে অংশ নিয়েছেন হৃদয় খান। হৃদয় খান বলেন, নাটকে প্রথমবার অভিনয় করছি। খুব ভালো লাগছে। আর কো-আর্টিস্ট তিশা গুণী অভিনেত্রী। তাই অভিনয় করতে বেশ ভাল লেগেছে। অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে হৃদয় বলেন, তেমন সম্ভাবনা কম। নাটকে অভিনয়ের অফার আগেও পেয়েছি। করিনি। কারণ মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। এই গল্পটা ভালো লেগেছে আর নিজেকে প্রস্তুত মনে হয়েছে। তাই কাজটা করছি। উল্লেখ্য, নাটকে একটি গান আছে। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান নিজে। এদিকে বেশ কিছুদিন ধরেই টনসিলের সমস্যায় ভুগছিলেন হৃদয় খান। ভর্তি হয়েছিলেন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। কিছুটা সুস্থ্য হয়েই ক্যামেরার সামেন দাঁড়িয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন