শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাংলাদেশ সম্পর্কে অ্যামেরিকান হাউজের তথ্য উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:২৮ পিএম

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ট্রাম্প প্রশাসনকে অ্যামেরিকান হাউজের প্রতিনিধিদের চিঠি দেয়া প্রসঙ্গে, এড. আনিসুল হক বলেন, যারা এ চিঠি দিয়েছেন, বাংলাদেশ সম্পর্কে আরও তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের এ চিঠি লেখা উচিত। মন্ত্রী আরও বলেন, বিএনপি ইলেকশন ট্রাইব্যুনালে মামলা করেছে। ট্রাইব্যুনালে তারা তাদের বক্তব্য বলবে। নির্বাচন নিয়ে তাদের প্রশ্ন ভিত্তিহীন। জনগণ স্বত:স্ফূর্তভাবে আওয়ামীলীগকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করেছে। বিএনপিকে এই সত্যটা মেনে নিতে হবে। গতকাল শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সকালে ঢাকা থেকে ট্রেন যোগে আখাউড়া ষ্টেশনে এসে পৌঁছলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীলা তাঁেক স্বাগত জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন