শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সোনামসজিদ বন্দরে আমদানি রপ্তানি বন্ধ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ২:২৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহদিপুর স্থলবন্দর থেকে কোন পণ্যভর্তি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করবে না বলে জানিয়েছেন মহদিপুর স্থলবন্দরের এক্সপোর্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী সুকুমার সরকার। তিনি জানান, ভারতের কাশ্মিরি এলাকায় জঙ্গি হামলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী এক বিএসএফ সদস্য নিহত হওয়ার প্রতিবাদে মহদিপুর বন্দর থেকে সোনামসজিদ বন্দরে শনিবার সারাদিন সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ঠিক কখন নাগাদ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে তা বলতে পারেননি তিনি। এদিকে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ জানান, আগের আমদানিকৃত পণ্য পানামা ইয়ার্ডের ভেতরে থাকা পণ্য ছাড়করণের ব্যবস্থা অব্যহত রয়েছে। এছাড়া পাসপোর্টধারী যাত্রীদের জন্য কাস্টমস ইমিগ্রেশন খোলা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন