শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কেটি পেরি-অরল্যান্ডো ব্লুমের বাগদান সম্পন্ন

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

তিন বছর রোমান্সের চড়াই উৎরাই পেরিয়ে ভ্যালেন্টাইন’স দিবসে গায়িকা কেটি পেরির সঙ্গে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের বাগদান সম্পন্ন হয়েছে। ‘পার্ট অফ মি’ গানের জন্য খ্যাত পেরি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে বিষয়টি সবাইকে জানিয়েছেন। অনামিকায় বাগদানের আংটি আর পাশে তার হবু স্বামী ব্লুমের ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন : “পূর্ণ বিকশিত।” ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ এবং ‘ট্রয়’ ফিল্মের তারকা ব্লুম একই ছবি শেয়ার করে লিখেছেন : সারাজীবন।” কেটির মা মেরি হাডসনও ছবিটি শেয়ার করে লিখেছেন : “দেখ কাল রাতে কাদের বাগদান হয়েছে।” কেটি পেরি এর আগে অভিনেতা রাসেল ব্র্যান্ডের ঘর করেছেন আর অরল্যান্ডো ব্লুমের সঙ্গে ঘর করেছেন মডেল মিরেন্ডা কার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন