সোনাক্ষি সিনহা, বরুণ শর্মা, এবং আন্নু কাপুরের সহাভিনয়ে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে র্যাপ গায়ক বাদশাহ'র। এই ব্যাপারে খুব নার্ভাস থাকলেও তিনি তার সেরাটাই দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। চলচ্চিত্রটি পরিচালনা করবেন শিল্পী দাসগুপ্ত। অনির্ধারিত নামের ফিল্মটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, মহাবীর জৈন এবং মৃগদ্বীপ সিং লাম্বা। “আমি খুব নার্ভাস আছি। তবে আমি যেহেতু আমি কাজটি করতেই যাচ্ছি তাই আমার সেরাটাই দেব। ভূষণজি আর মৃগ আমাকে বোঝাতে পেরেছে যে এই চরিত্রটি আমার জন্য কতটা উপযোগী। এটি একটি অনন্য আর ভিন্নধর্মী ফিল্ম হবে,” বাদশাহ বলেন। ফিল্মটিতে আরও অভিনয় করবেন নাদিরা বাব্বর এবং কুলভূষণ খারবান্ডা। পর্দায় তার চরিত্রের ব্যাপ্তি কম বা বেশি হবে কীনা এই বিষয়ে তিনি বলেন, “আমাকে একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য বাছাই করা হয়েছে আমি এ জন্যই খুশি। আমি আমার সেরাটা দেবার জন্য প্রস্তুত, বাকিটা স্রষ্টার ওপর।” ‘ডিজে ওয়ালে বাবু’খ্যাত বাদশাহ আগেও ফিল্মে অভিনয়ের অফার পেয়েছেন। এর আগে বাদশাহ ওরফে আদিত্য প্রতীক সিং সিসোড়িয়া বলেছিলেন : “ভাল খবরৃ দিলজিত দোসাঞ্জ অক্ষয় কুমারের সঙ্গে যে ফিল্মটি করছেন সেটি আমার করার কথা ছিল। ‘লাস্ট স্টোরিজ’ ফিল্মে আমাকে ভিকি কৌশলের ভূমিকাটি করার অফার দেয়া হয়েছিল। আরও অফার ছিল কিন্তু অ্যালবামে মনোযোগ দিতে হচ্ছে বলে ফিরিয়ে দিয়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন