বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ভিন্ন গল্পের ভিন্ন চরিত্রে তারিক আনাম খান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয় করলেন তারিক আনাম খান। এ সিনেমায় তিনি একজন ষাটোর্ধ্ব ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন। জীবন সায়াহ্নে দাঁড়িয়ে এই ব্যক্তি চান নতুন করে আবার বসন্তের স্বাদ নিতে, নতুন করে বিয়ে করতে। তারিক আনাম খান বলেন, সিনেমাটিতে দর্শক বাংলা চলচ্চিত্রে নতুন ধরনের গল্প পাবে। নতুন ধরনের নির্মাণ পাবে। অসম বয়সী প্রেমের গল্প বলা হলেও এটি আসলে জীবনবোধের গল্প, মানবিকতার গল্প, পরিবারের গল্প, একাকীত্বের গল্প। যে কোনো গল্পই ভিন্ন মাত্রা পায় যখন সেখানে একটি বার্তা থাকে। ‘আবার বসন্ত’র বার্তা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। পরিচালক অনন্য মামুন এ সময়ে এসে আমাকে উপজীব্য করে একটি গল্প রচনা করার সাহস করেছেন-এজন্য তাকে সাধুবাদ জানাই। অনেকেই অনুমান করছেন, এটি হয়তো হিন্দি ‘নিঃশব্দ’ কিংবা ‘চিনি কম’ সিনেমার অনুকরণে নির্মিত। তবে প্রকৃত অর্থে এটি একটি মৌলিক গল্পের সিনেমা। চলচ্চিত্রে তারিক আনাম খানের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী স্পর্শিয়া। এটি স্পর্শিয়ার প্রথম চলচ্চিত্র। স্পর্শিয়া বলেন, আমার অভিনয় জীবনের একটি বড় অর্জন হতে যাচ্ছে এ সিনেমাটি। তারিক আনাম খান নিজেই একটি প্রতিষ্ঠান। তার সামনে দাঁড়িয়ে অভিনয় করার জন্য সাহসের প্রয়োজন হয়। আমি নিশ্চিত, ‘আবার বসন্ত’ শুধু আমাদের জীবনে নয়, বাংলা সিনেমার দর্শকের জন্য নতুন কিছু যোগ করবে। এতে আরও অভিনয় করেছেন করভী মিজান, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, ইমতু সহ আরো অনেকে। অনন্য মামুন বলেন, ‘আবার বসন্ত’ আমার ১০ নম্বর সিনেমা। আমি সবসময় সময়ের সাথে চলতে পছন্দ করি। আর এ সময়ে এসে মনে হয়েছে, দর্শক আসলে তারকা দেখতে চাওয়ার চেয়ে গল্প দেখতে পছন্দ করে। গল্পই রাজা, বাকি সব গৌণ। আর তাই জীবনমুখী একটি গল্প বলার চেষ্টা করেছি নতুন সিনেমায়। যে গল্পে দর্শক বিনোদন তো পাবেই, সেই সাথে পাবে একটি বার্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন