বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন-এর ৩২তম পর্ব প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। এবারের পরিবর্তন সাজানো হয়েছে আঠারটি পরিবেশনা দিয়ে। ফেব্রুয়ারি মাস ভাষার মাস বিধায় বিভিন্ন সেগমেন্টে অন্যান্য বিষয়ের সাথে ভাষা আন্দোলন, ভাষাশহীদ, ভাষাবিকৃতি, শহীদ মিনার, প্রভাত ফেরি ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে। পরিবর্তনের এবারের পর্বে তৈরী করা হয়েছে ৩টি নতুন গান। সুজন আরিফ এর সুর ও সংগীত পরিচালনায় একটি গান গাইবেন এ প্রজন্মেও জনপ্রিয় সংগীতশিল্পী কর্ণিয়া। ২১ ফেব্রুয়ারি, ভাষা আন্দোলন, ভাষা শহীদদেও নিয়ে গীতিকবি গোলাম মোর্শেদের কথায় বাসুদেব ঘোষের সুর ও সংগীতে একটি গান গাইবেন সংগীতশিল্পী ইউসুফ খান, শাহীনা হক, খালেদ মুন্না, রুমানা ইতি, শান্ত ও লাবণ্য। কথা ও সুর অবিকৃত রেখে সঙ্গীত পরিচালক জাহিদ বাসার পংঙ্কজ এর সঙ্গীতায়োজনে লালন শাহ্ এর বহুল জনপ্রিয় গান ‘ধন্য ধন্য বলি তারে’ গাইবে ব্যন্ডদল আনন্দনগর। ভাষা সংগ্রাম, ভাষা শহীদদেও নিয়ে গাওয়া জনপ্রিয় তিনটি গানের অংশ বিশেষের সাথে লিখন রায়ের পরিচালনায় নৃত্য পরিবেশন করবেন নৃত্যকথার নৃত্যশিল্পীবৃন্দ। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। এবারের প্রতিযোগিতার বিষয় সুন্দর হাতের লেখা। হজম আলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটা খাঁচকাটা, উল্টোচলা, হিট করছে, মমিন-হাতেম, দুই মহিলা, তিন ব্যক্তি, মানিক-রতন, বিয়াই-বিয়াইন প্রভৃতি নিয়মিত পর্বে রয়েছে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটি বিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্বক ও হাস্যরসাত্মক বিভিন নাট্যাংশ। নাট্যাংশগুলোতে ভাষা আন্দোলন, ভাষা শহীদ, ভাষা বিকৃতি, দেশীয় পণ্য, বই মেলা, ভাইরাল, ইংরেজিতে লেখা সাইনবোর্ড, ফেইসবুকের অপব্যবহার, পরনিন্দা পরচর্চা, ঘুষ দুর্নীতি ও বিদেশী অপসংস্কৃতি চর্চা প্রাধান্য পেয়েছে। সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন