শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ফাল্গুনের প্রথম বৃষ্টিতে বইমেলা লণ্ডভণ্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:১৫ পিএম

ফাগুনের প্রথম বৃষ্টি অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর প্রকাশকদের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে । ঋতুরাজ বসন্তের শুরুতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হানা দিয়েছে বৃষ্টি। রবিবার সকাল থেকে ঢাকায় নামে মুষলধারে বৃষ্টি। সঙ্গে শিলাঝড়ও । সেই বৃষ্টিতে প্রকাশকদের কষ্টের প্রকাশনা এক একটি বই ভিজে একাকার। নিমেষেই যেনো স্বপ্ন চুরমার। ভিজে যাওয়া শত শত বই নিয়ে কথা বলার ভাষাটুকুও হারিয়ে ফেলেছে, বাকরুদ্ধ প্রকাশকগণ।

এ প্রসঙ্গে বাংলাপ্রকাশের কর্ণধার ইঞ্জিনিয়ার মেহেদি হাসান বলেন,
এভাবে প্রতিবছর একুশে মেলায় প্রকাশকদের স্বপ্ন চুরমার হয়ে যায়। এবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৩ লাখ বর্গফুট জায়গায় চারটি স্তরে মেলার বিস্তার ঘটলেও সবাই বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ। একাডেমি প্রাঙ্গণে এক হাত সমান পানি। পানিতে বই ভিজে বেহাল অবস্থায় ২৪টি প্যাভেলিয়ন, সোহরাওয়ার্দী উদ্যানের ৬২০টি ইউনিট, ৪৯৯টি প্রকাশনা প্রতিষ্ঠানের ৭৭০টি ইউনিট স্টল। লিটন ম্যাগাজিন চত্বরের অবস্থা আরো করুণ। ভিজে যাওয়া বই কে কিনবে? প্রতিবছরের মতো এবারও বাংলা একাডেমি বৃষ্টির কবল থেকে মেলা রক্ষায় কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারেনি। ক্ষতিগ্রস্থ প্রকাশকরাই, বরাবরের মতো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন