বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মিশুর কণ্ঠে কেয়ামত থেকে কেয়ামতের গান

মারুফ সরকার : | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

রুনা লায়লার অসম্ভব ভক্ত সঙ্গীতশিল্পী ফারজানা মিশু। তার গান শুনে শুনে বড় হয়েছেন। তিনি ফোক ধারার গান করলেও ছোটবেলা থেকেই গাইতেন রুন লায়লার গাওয়া গানগুলো। বড় হওয়ার পরও গাইছেন। তাই নতুন আয়োজনে প্রিয় শিল্পীর গান কণ্ঠে তুলেছেন তিনি। কাভার করেছেন কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় রুনা লায়লা ও আগুনের গাওয়া জনপ্রিয় ‘একা আছি তো কী হয়েছে’ গানটি। নতুন আয়োজনে গানটির সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ম‚ল গানটি দ্বৈতকণ্ঠে রুনা লায়লা ও আগুন গাইলেও এখানে মিশু একাই গেয়েছেন গানটি। গানটি গাওয়ার পিছনের কথা বলতে গিয়ে মিশু বলেন, যখন থেকে গান শুনি তখন থেকেই কিছু গান পছন্দের তালিকায় রয়েছে। একদিন আমজাদ ভাইয়ের স্টুডিওতে আমার মৌলিক একটি গানে ভয়েস দিতে গিয়ে এই গানটি গুণগুনিয়ে গাচ্ছিলাম। তখনই পরিকল্পণা করি গানটি কাভার করলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। নতুন করে সঙ্গীতায়োজনে গানটি দারুন হয়েছে বলে দাবী শিল্পীর। এই জন্য সঙ্গীতায়োজক আমজাদ হোসেনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন এ শিল্পী। গানটি আজ প্রযোজনা সংস্থা অনুপমের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। গত বছরের শুরুতে মিশুর প্রথম গান দকী লাভ হইলো’ প্রকাশিত। ফোক ধারার গানটি শ্রোতাদের বেশ প্রশংসিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন