মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শুরু হচ্ছে ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০১৯

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

আন্তর্জাতিক স্বনাম ধন্য হেয়ার কেয়ার ব্র্যান্ড ট্রেসেমে বিশ্ব জুড়ে হেয়ার এক্সপার্টসএবং প্রফেশনালদের পছন্দের ব্র্যান্ড। ট্রেসেমের প্রোডাক্টস ব্যবহার হয়ে আসছে বিশ্বের বিভিন্ন ফ্যাশন ইভেন্টসের ব্যাকস্টেজে। এর মধ্যে উল্লেখযোগ্য নিউ ইয়র্ক ফ্যাশন উইক, যার অফিসিয়াল ¯পন্সর ট্রেসেমে। ফ্যাশনের সাথে এই পথচলাকে একই উদ্যমে এগিয়ে নিতে ট্রেসেমে ২০১৫ সালথেকে বিভিন্ন ফ্যাশন ইভেন্টস ¯পন্সর করে আসছে, যা বাংলাদেশের ফ্যাশন প্ল্যাটফর্মে ট্রেসেমেকে প্রতিষ্ঠিত করেছে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে। এ বছর বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে আরও এক ধাপ এগিয়ে নিতে ট্রেসেমে শুরু করছে দেশের সব থেকে বড় ফ্যাশন ইভেন্ট, ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০১৯। ট্রেসেমের সাথে এই ইভেন্টের পার্টনার হিসেবে আছে ফ্যাশন ডিজাইন কাউন্সিলঅফ বাংলাদেশ (এফডিসিবি)। আন্তর্জাতিক পর্যায়ে দেশি পণ্যের বাজার তৈরি করার মাধ্যমে বাংলাদেশের ফ্যাশন এবং কালচারকে প্রমোট করার উদ্দেশ্যে কাজকরে আসছে এই নন প্রফিট অর্গানাইজেশনটি। ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকে ১৯ জন স্থানীয় এবং ১১ জন বিদেশি ডিজাইনার ৩ দিন ব্যাপী তাদের কাজ প্রদর্শন করবেন। এছাড়াও বাংলাদেশের টপ হেয়ার স্টাইলিস্টদের সাথে ট্রেসেমে একসাথে কাজ করবে,এ বছরের নতুন হেয়ার স্টাইল ট্রেন্ড সেট করার লক্ষ্যে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর বিউটি ও পার্সোনাল কেয়ার ডিরেক্টর নাফিস আনোয়ার একটি প্রেস কনফারেন্সে এই ইভেন্টের ঘোষণা করেন। আরও বক্তব্য রাখেন এফডিসিবি-এর প্রেসিডেন্ট মাহিন খান। ট্রেসেমে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আলোড়ন সৃষ্টি করতে চায় এবং অবদান রাখতে চায় এ দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটি নতুন বিপ্লবের মাধ্যমে। ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০১৯ চলবে ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়, হল-১ এ। ইভেন্টের হস্পিটালিটি পার্টনার হিসেবে রয়েছে লা মেরিডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Matin tarafdar ২৭ আগস্ট, ২০২০, ৪:০৪ পিএম says : 0
ভারতের সেরা ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা, রিমু নজরুল, সব্যসাচী মুখোপাধ্যায়, রোহিত বাল, তরুণ তাহিলিয়ানী, আবু জানী ও সন্দীপ খোসলা ভারতের সর্বাধিক বিখ্যাত এবং জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার। সব্যসাচী মুখোপাধ্যায় সাংস্কৃতিক স্পর্শের জন্য বিখ্যাত, রোহিত বাল তাঁর প্রতিটি সৃষ্টিতে একাত্মতা রেখেছেন, তরুণ ফ্যাশন ডিজাইনার রিমু নজরুল তাঁর উদ্ভাবনী সৃষ্টির জন্য বিখ্যাত, তরুণ তাহিলিয়ানী, আবু জানী এবং সন্দীপ খোসলা পার্টির বিশেষ নকশায় তাদের সুন্দর সৃষ্টির জন্য বিখ্যাত। বিশেষত বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়, এবং রিমু নজরুল, তারা কি আসন্ন ফ্যাশন শোতে বাংলাদেশে আসছেন?
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন