শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

১৮ বছর পর ইথুন বাবুর কথা ও সুরে আসিফের নতুন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

২০০১ সালে আসিফ আকবরের গাওয়া ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটির কথা, সুর ও সঙ্গীত করেছিলেন ইথুন বাব। এই গান দিয়েই আসিফ আকবর ব্যাপক শ্রোতাপ্রিয়তা পান। তবে এরপর ইথুন বাবুর সঙ্গে তার আর একসাথে কাজ করা হয়নি। ১৮ বছর পর আবারও একসঙ্গে গান করলেন এই জুটি। ইথুন বাবুর কথা ও সুরে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। গানের শিরোনাম ‘চুপচাপ কষ্টগুলো’। গানটির সঙ্গীতায়োজনও ইথুন বাবুর করা। তার সঙ্গে সহযোগিতা করেছেন রোজেন। গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। ইতিমধ্যে গানটির ভিডিও নির্মিত হয়েছে। ভিডিওতে আসিফের সাথে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বহুল আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল। গানটির ভিডিও নির্মাণও করেছেন ইথুন বাবু। কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব। আসিফ জানান, ‘ভালো লাগাটা অন্যরকম। কারণ ইথুন বাবুর সঙ্গে আমার প্রথম কাজ ছিল। তারপর দুজনের অভিমান ছিল, এখন তা আর নেই। আবারও দুজনে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে। আশা করছি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’ ইথুন বাবু বলেন, ‘আমি নিয়মিত গান লিখি, সুর করি। আসিফের সঙ্গে ১৮ বছর ধরে কোনো কাজ করা হয়নি। অনেক দিন পর দুই ভাই একসঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি, আসিফের গাওয়া গানটি সবার ভালো লাগবে।’ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ২৪ ফেব্রুয়ারি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘চুপচাপ কষ্টগুলো’ গানটির ভিডিও পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন