বিনোদন ডেস্ক : দ্যা ডেইলী স্টারের নিয়মিত বাংলা গানের আয়োজন স্টার মেলোডিজ ১৫৫তম রবীন্দ্রজয়ন্তী পালন উপলক্ষে গত ১৩ মে রবীন্দ্রনাথের সৃষ্ট গীতি-নৃত্যনাট্যের গান নিয়ে উদীয়মান শিল্পীদের পরিবেশনায় এক সঙ্গীতসন্ধ্যার আয়োজন করে। দ্যা ডেইলী স্টার ভবনের ডেইলী স্টার বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট-এ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রখ্যাত নৃত্যশিল্পী শর্মিলা বন্দোপাধ্যায়ের পরিচালনায় রবীন্দ্রনাথের নৃত্যনাট্যের কিছু নাচের অংশবিশেষ পরিবেশিত হয়। এরপর সঙ্গীতশিল্পীবৃন্দ নাঈমা ইসলাম রাজ, মোস্তাফিজুর রহমান ত‚র্য, ছায়া কর্মকার, জীবন চৌধুরী, সুমা রায়, অনুপম কুমার পাল, শিমু দে ও দীপাঞ্জন মুখার্জী রবীন্দ্রনাথের জনপ্রিয় গীতি-নৃত্যনাট্যসমূহ চিত্রাঙ্গদা, মায়ার খেলা, শ্যামা, শাপমোচন ও চন্ডালিকা থেকে গান পরিবেশন করেন। গানের ফাঁকে ফাঁকে ধারা বর্ণনা করেন রবীন্দ্রসঙ্গীতশিল্পী সালমা আকবর। দ্যা ডেইলী স্টারের আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগের সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক অনুষ্ঠান সঞ্চালনা করেন। ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড ও চলচ্চিত্রম এই আয়োজনে সহযোগিতা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন