অভিনেত্রী-নির্মাতা মনে জোডি ফস্টার মনে করেন বর্তমানের চল বড় বাজেটের চলচ্চিত্রে বাঁধা পড়ে আছে হলিউডের চলচ্চিত্র শিল্প। আর এ কারণেই হলিউড নারীদের দ্বারা এবং নারীদের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে পিছিয়ে আছে। ৬৯ বার্ষিক কান চলচ্চিত্র উৎসবে তিনি বলেন।
“তারা তাঁবুর খুঁটির মত বিশাল বাজেটের চলচ্চিত্র নির্মাণে অভ্যস্ত আর তারা সবাই জুয়াখানার মত তাতে বাজি ধরে আছে। এটি ভীষণ বিপজ্জনক এক বাজি,” ভ্যারাইটি ডট কম এবং কেরিংয়ের ‘উইমেন ইন মোশন’ আলোচনায় তিনি বলেন।
“স্টুডিও নির্বাহীরা নারীদের ভয় পায়, এটাই খাঁটি সত্য। আমার স্মরণে এটিই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বিরূপ সময়.” তিনি আরও বলেন। তার মতে এই পরিবেশে নির্বাহীরা পরিচিত ধারার দিকেই বেশি ঝুঁকছে।
“তারা তাদের মত দেখতে মানুষদের পাশে নিয়েই ছুটছে,” তিনি বলেন।
কান উৎসবে জোডি ফস্টার পরিচালিত ‘মানি মনস্টার’ চলচ্চিত্রটির অভিষেক হয়েছে। এতে অভিনয় করেছেন জর্জ ক্লুনি, জুলিয়া রবার্টস এবং জ্যাক ও’কনেল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন