শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাবার আপেল বাগানে কাজ করব তবু ‘বিগ বস’ নয় : ইকবাল খান

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

কয়েকটি মাস কোনও অনুষ্ঠান থেকে দূরে থাকার পর ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা ইকবাল খান। তাকে অচিরেই অ্যান্ডটিভির ‘ওয়ারিশ’ সিরিয়ালে দেখা যাবে। অভিনেতাটি জানিয়েছেন তিনি রিয়েলিটি শোয়ের তেমন ভক্ত নন। তিনি আরও জানান ‘বিগ বস’ রিয়েলিটি শোতে অংশ নেয়ার চেয়ে তিনি বরং কাশ্মীরে তার বাবার আপেল বাগানে কাজ করারে অগ্রাধিকার দেবেন।
“আমি মনে করি জীবনে কোনও কিছুকে একেবারে না বলে দেয়া ঠিক নয়। কেউ কিছু নিশ্চিত করে বলতে পারেনা, বলা যায় না আগামীকাল আমাকে আপনারা অনুষ্ঠানটিতে দেখতেই পারেন। আমার মনে হয় আমি ‘বিগ বস’ শোটির জন্য নই আর ব্যক্তিগতভাবে আমি এটি করতে চাই না। আমি আমার একান্ত জীবনকে সবার সামনে প্রকাশ করতে চাই না। আমি চাই না দর্শকরা আমার জীবনকে জাতীয় টেলিভিশনে দেখুক। ‘বিগ বস’ করার চাইতে আমি বরং কাশ্মীরে গিয়ে বাবার আপেল বাগানে কাজ করব,” ইকবাল খান বলেন।
ইকবালকে সর্বশেষ দেখা গেছে সোনি টিভির ‘পেয়ার কো হো জানে দো’ সিরিয়ালে। তিনি ২০১৫ সালে ‘খাতরোঁ কে খিলাড়ি’ রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন