শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ওয়ান নাইট স্ট্যান্ড

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

সেলিনা অম্বর কাপুর (সানি লিওনি) একজন গৃহবধূ, একজন মা। স্ত্রী হিসেবে তাকে বাইরে থেকে সৎ আর অকপট বলেই মনে হয়। শ্বশুর-শাশুড়ির কাছেও সে ভাল এক পুত্রবধূ। তার স্বামী একজন সফল ব্যবসায়ী। বলা যায় তার সংসারে কোনও খুঁত নেই। এক অনুষ্ঠানে উরবিল রাইসিংয়ের (তনুজ রাইসিং) সঙ্গে তার পরিচয়। সেই স্বল্প পরিচয় থেকে তারা একসঙ্গে একটি রাত কাটায়। সেলিনা প্রথমে জানত উরবিল আসলে অবিবাহিত। পরে জানা যায় পাঁচ বছর আগে তার বিয়ে হয়েছে। উরবিলের স্ত্রী সিমরান রাইসিং (নিরা ব্যানার্জি)। কথা ছিল এই দুজনের সম্পর্ক এক রাতেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু আদতে তা থাকে না। অন্তত উরবিলের দিক থেকে নয়। তারা দুজনই তাদের সংসার আর নিজের নিজের জীবনে ফিরে যায়। সেলিনা ভুলে যায় উরবিলকে। কিন্তু তার এই বিস্মৃতি আর বেশিদিন স্থায়ী হতে পারে না কারণ উরবিল ফিরে আসে তার জীবনে। অন্যদিকে উরবিলও চাইছিল সেলিনা কে ভুলে যেতে কিন্তু কোনোভাবেই সে তার ভাবনা তার মাথা থেকে তাড়াতে পারছিল না। সেলিনার মুখোমুখি হয় সে। সেলিনা ফিরিয়ে দিলে তাকে ফিরে আসতে হয়। কিন্তু উরবিল হাল ছাড়ার পাত্র নয়। সে সহিংস হয়ে উঠে। প্রতি পদক্ষেপে সে সেলিনাকে অনুসরণ করতে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন