রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হিউ জ্যাকম্যানের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৭ এএম

অভিনেতা হিউ জ্যাকম্যানের জীবনের আরও একটি স্বপ্ন পূরণ হয়েছে। এখন তিনি একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী। লাইভ অ্যাকশন মার্ভেল সুপারহিরো হিসেবে দীর্ঘতম ক্যারিয়ার হিসেবে এই রেকর্ড সৃষ্টি করেছেন তিনি। গত সপ্তাহে ‘দিস মর্নিং’ টিভি অনুষ্ঠানে তাকে এই সম্মানের কথা জানান হয়। “শিশু বেলায়, দ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসই ছিল তাৃ তাই হল, আমি সাফল্য পেলাম। এ জন্যই তো আমি শোবিজে এসেছি,” জ্যাকম্যান বলেন। সা¤প্রতিক এক রেডিও সাক্ষাতকারে তিনি বলেন, ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’ ফিল্মের সাউন্ডট্র্যাক তাকে গিনেসে স্থান দেবে বলে তিনি আশা করেন। “ছোটবেলায় আমার স্বপ্ন ছিল, আমাদের দুই ভাইয়েরই- একদিন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয়া। আমরা জেগে থাকতে চেষ্টা করেছি, ৪৮ ঘণ্টা টানা ব্যাডমিন্টন খেলেছি, কনুইয়ের ওপর মুদ্রা উলটিয়েছি, আর এখন আমি বুঝলাম সেখানে পৌঁছতে পেরেছি।” ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’ ফিল্মের সাউন্ডট্র্যাকের জন্য সেরা কম্পাইলেশন সাউন্ডট্র্যাক বিভাগে গ্র্যামি পেয়ে জ্যাকম্যান সপ্তাহখানেক আগে ইজিওটি (এমি, গ্র্যামি, অস্কার, টোনি) ক্লাবের সদস্য হয়েছেন। অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী হিউ জ্যাকম্যান একজন মিউজিকাল থিয়েটার শিল্পী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন