‘অপরাধী’ গানখ্যাত সঙ্গীতশিল্পী আরমান আলিফ এবার আসছেন ‘সর্বনাশী মেয়ে” শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও নিয়ে। ২৮ ফেব্রুয়ারী গানটির মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান এমআর বেস্ট মিডিয়া থেকে। গানটি লিখেছেন এন আই বুলবুল। সুর করেছেন আরমান আলিফ নিজেই। সঙ্গীত পরিচালনায় শাহরিয়ার রাফাত। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রোহান মাহমুদ। এতে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও মাহা শিকদার। মিউজিক ভিডিওটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, প্রথমবারের মত অন্য কারো কথায় আমি সুর করেছি। গানটির কথাগুলো আমার বেশ ভালো লাগায় সুর দিয়েছি। মিউজিক ভিডিওটিও ভালো হয়েছে। দর্শক-শ্রোতা এই গানে নতুন কিছু পাবে আশা করছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন