শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রকাশিত হয়েছে এলিটা-শুভর নতুন গান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

ভিন্নধারার গায়কীর জন্য পরিচিতি পেয়েছেন এলিটা করিম। ডি করস্টার শুভ’র ও রয়েছে আলাদা ক্রেজ। এই দুই শিল্পী একসঙ্গে গেয়েছেন ‘এই তুমি সেই তুমি’ শিরোনামে একটি গান। গানটি প্রকাশ করেছেন ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। রোমান্টিক কথার মেলোরক ধাঁচের গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন মার্ক ডন। গানটির মিক্সিং এবং মাস্টারিং করেছেন আমজাদ হোসেন। প্যাকআপ ফিল্মস এর ব্যনারে গানটির ভিডিও নির্মাণ করেছেন আশফাক নিপুন। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন সাবিলা নূর এবং ইয়াস রোহান। আছে এলিটা এবং শুভ’র উপস্থিতিও। এলিটা বলেন, ‘গানটির মধ্যে এক ধরনের স্মৃতিকাতরতা আছে। কথা-সুর-সংগীত মিলিয়ে একটা বর্তমান ও ফেলে আসা সুখের আভাস পাওয়া যায়। গানটি শুনে শ্রোতারা স্বস্তি পাবেন। শুভ বলেন, ‘এলিটা সঙ্গে কাজ করাটা বেশ আনন্দের। কারণ তিনি গানটা ভালো বোঝেন। তবে তার সহশিল্পী হিসেবে গাওয়া বেশ চ্যালেঞ্জিং। তার যে কণ্ঠ এবং গায়কী সেটা অদ্বিতীয়। তাই আমি আমার গায়কীতে ভালো করার চেষ্টা করেছি সাধ্যমতো। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে ‘এই তুমি সেই তুমি’ গানের ভিডিও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন