দেশে মোট ১২ লাখ ৬১ হাজার ৭৪০ দশমিক ৯০৪ একর খাস জমি রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
গতকাল রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ও বিরোধী দলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সাম্প্রতিক ও চলমান জরিপে ১৩টি সেটেলমেন্ট জোনে এ পর্যন্ত মোট ১২ লাখ ৬১ হাজার ৭৪০ দশমিক ৯০৪ একর খাস জমি চিহ্নিত হয়েছে। ভ‚মিমন্ত্রী জানান, খাস জমি বন্দোবস্ত প্রদানের জন্য কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭ এবং অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৫ অনুসরণ করা হয়। গত অর্থ বছরে খাস জমি লিজ/বন্দোবস্ত দিয়ে ২৮৯ কোটি ৭৫ লাখ ৯ হাজার ২৪৩ দশমিক ২৮ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। তিনি জানান, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দেওয়ানী মামলায় নিষেধাজ্ঞা থাকায় ও লিজ গ্রহীতাগণ লিজ মানি পরিশোধ না করায় ১ কোটি ৩৯ লাখ পঞ্চান্ন হাজার ১০০ টাকা বকেয়া রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন