পুরান ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর জানিয়েছে সোমবার দুপুর ১২টা ৪৩ মিনিটে হাজারীবাগ থানার অন্তর্ভুক্ত কামরাঙ্গীরের ৫৬ নম্বর ওয়ার্ডের একটি ভবন হেলে পড়ে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জরুরি সেবা ‘৯৯৯’ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট গেছে।
মন্তব্য করুন