রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সন্তোষজনক আয় করছে ‘টোটাল ধামাল’

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

‘ধামাল’ সিরিজের তৃতীয় ফিল্ম ফিল্ম ‘টোটাল ধামাল’ গত শুক্রবার একক ফিল্ম হিসেবে মুক্তি পেয়েছে। এর আগের সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ‘গালি বয়’ নিয়ে আগ্রহ কমে আসায় ফিল্মটি আশানুরূপ আয় করছে। সমালোচকরা ফিল্মটিকে আনুকূল্য না দিলেও, দর্শকরা দিয়েছে। স্ল্যাপস্টিক কমেডি ধারার ফিল্মটিতে টুকরো টুকরো সাধারণ বিনোদনের কোনও কমতি নেই, তাই সাধারণ দর্শকরা ফিল্মটিকে ‘টোটাল পয়সা উসুল’ হিসেবে গ্রহণ করেছে। ইন্দ্র কুমারের পরিচালনায় ফিল্মটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, রিতেশ দেশমুখ, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি, মাধুরী দীক্ষিত, জাভেদ জাফরি, জনি লিভার, সঞ্জয় মিশ্র, বোমান ইরানি, মনোজ পারবা, নীহারিকা রাইজাদা এবং বিশেষ নৃত্যদৃশ্যে এশা গুপ্ত আর সোনাক্ষি সিনহা। শুক্রবার ফিল্মটির আয় ১৬.৫ কোটি রুপি।শনিবার আর রবিবার যথাক্রমে আয় ২০.৪০ কোটি রুপি এবং ২৫.৫০ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ৬২.৪০ কোটি রুপি। সোমবারের আয় ৯.৮৫ কোটি রুপি এবং মঙ্গলবারের আয় কোটি রুপি। প্রথম পর্ব ‘ধামাল’ মুক্তি পেয়েছিল ২০০৭ সালে; ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত ফিল্মটি আয় করেছিল ৫১ কোটি রুপি। পরের পর্ব ‘ডাবল ধামাল’ মুক্তি পেয়েছে ২০১১তে; ৩৫ কোটি রুপি বাজে নির্মিত ফিল্মটি আয় করেছে ৭১ কোটি রুপি। আগের সপ্তাহের ‘গালি বয়’ ১০০ কোটি ক্লাবের সদস্য হয়ে এখন ১২২ কোটি রুপি আয় অতিক্রম করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Lenora ৩ মার্চ, ২০১৯, ৯:০৮ এএম says : 0
I wanted to thank you for this great read!! I absolutely enjoyed every bit of it.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন