তারকারাই শুধু সংবাদের শিরোনাম হন না, ভক্তরাও শিরোনাম হন। যেমন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেমসের প্রতি জন্মদিদন পালন করে খবরের শিরোনমা হয়েছেন কিশোরগঞ্জের তার এক পাগল ভক্ত প্রিন্স মোহাম্মদ। ঢাকায় বড় বড় বিলবোর্ড করে জেমসের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রিন্স খবরের শিরোনাম হন। ২০০০ সাল থেকে প্রতি বছর জেমসের জন্মদিন উদ্যাপন করে আসছেন প্রিন্স। নিজের বাসায় প্রিয় শিল্পীর নামে কেক কাটতেন, তবে এখন দলে বলে জেমসের সঙ্গেই কেক কাটেন। জেমসের টনে কিশোরগঞ্জ ছেড়ে ঢাকায় চলে এসেছেন। এখানে ব্যবসাও শুরু করেছেন। দেশে বিদেশে বিভিন্ন কনসার্টেও জেমসের সাথে ছুটে যান তিনি। এছাড়া নানা সময়ে জেমসের প্রতি ভালোবাসা জানিয়ে খবরের শিরোনাম হয়েছেন প্রিন্স। আর এই ভক্তের সদ্য ভ‚মিষ্ট পুত্রের নাম রাখলেন জেমস। প্রিন্স মোহাম্মদ বলেন, আমার ছেলের জন্ম হয়েছে গত বছরের ৯ ডিসেম্বর। গুরুকে বলে রেখেছিলাম আমার ছেলের নাম উনাকেই রাখতে হবে। প্রায় আড়াই মাস পর তিনি আমার ছেলের নাম দিলেন, আযান। গুরু আমার ছেলের নাম রাখায় আমি ভীষণ আনন্দিত। স্বপ্ন পূরণের মতো আনন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন