সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামু সেনানিবাসে পতাকা উত্তোলন করলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১:০০ পিএম

রামু সেনানিবাসে দশম পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি সকালে জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ পতাকা উত্তোলন করেন। বিশেষ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে । পতাকা উত্তোলন শেষে জেনারেল আজিজ এক সমাবেশে বক্তৃতা করেন।

এসময় অন্যান্যের মধ্যে সাবেক সেনাপ্রধান লেঃ জেনারেল আতিকুর রহমান, কক্সবাজার-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে জাফর আলম, আশেকউল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন, রামু’র ইউএনও লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, রামু সরকারী কলেজের অধ্যক্ষ আবদুল হক, উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবার সকালে হেলিকপ্টার যোগে সেনা নিবাসে আসেন এবং অনুষ্ঠান শেষে রামু সেনানিবাস ত্যাগ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন