শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যশোর সেনানিবাস ও খুলনার জাহানাবাদ সেনানিবাসের মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ৬:৩০ পিএম

যশোর সেনানিবাস ও খুলনার জাহানাবাদ সেনানিবাসের মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়েছে বৃহস্পতিবার (০৭ অক্টোবর)। এ উপলক্ষে সকালে যশোর সেনানিবাসের প্যারেড স্কয়্যারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। বৃহস্পতিবার প্রধান অতিথি প্যারেড স্কয়্যারে এসে পৌঁছালে আর্মি ডেন্টাল কোরের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক ইচ্ছায় ও প্রত্যক্ষ দিক নির্দেশনায় ১৯৭২ সালে মাত্র চারজন ডেন্টাল সার্জনের সমন্বয়ে আর্মি ডেন্টাল কোরের যাত্রা শুরু হয়। পরে সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে ২৩টি মিলিটারি ডেন্টাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে স্বতন্ত্রভাবে আর্মি ডেন্টাল কোরের নবযাত্রা শুরু হয়। দেশমাতৃকার যে কোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে মিলিটারি ডেন্টাল সেন্টারকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধান অতিথি। অনুষ্ঠানে যশোর সেনানিবাসের উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং যশোর ও জাহানাবাদ ক্যান্টনমেন্টের মিলিটারি ডেন্টাল সেন্টারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন