শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুমিল্লায় বিজিবি-বিএসএফ দুইদিন ব্যাপী যৌথ অনুশীলন সম্পন্ন

কুমিল্লা থেকে সাদিক মামুন | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:০৫ পিএম

বাংলাদেশ-ভারত সীমান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নীতিগতভাবে গৃহিত হওয়ার মধ্যদিয়ে পর্দা নেমেছে কুমিল্লা সীমান্তে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ যৌথ অনুশীলন ময়নামতি মৈত্রী। সীমান্তরক্ষী দুই বাহিনীর মধ্যে সীমান্ত ব্যবস্থাপনাসহ যৌথ আভিযানিক দক্ষতা আরও অধিক কার্যকর করার লক্ষ্যে বৃহস্পতিবার বিবির বাজার স্থলবন্দরে আনুষ্ঠানিকভাবে শেষ হয় দুইদিন ব্যাপী অনুষ্ঠিত যৌথ এ অনুশীলন।

যৌথ অনুশীলনে বিজিবি-বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্তে ৫টি এজেন্ডা নিয়ে কাজ করার সিদ্ধান্ত গৃহিত হয়। দুই সীমান্ত রক্ষী বাহিনী দ্বারা সমন্বিত অভিযান পরিচালনা করা, সীমান্তে স্পর্শকাতর পয়েন্ট গুলোতে চোরাচালান বন্ধে যৌথ অভিযান পরিচালনা করা, কুমিল্লা সীমান্তে গোমতী নদীর উপর দিয়ে বিভিন্ন নিষিদ্ধ পণ্য চোরাচালান প্রতিরোধ করা, দুই সীমান্ত রক্ষী বাহিনী দ্বারা যৌথ টহল পরিচালনা করা,পতাকা বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় মীমাংসা করা। বৃহস্পতিবার যৌথ অনুশীলনের সমাপনী দিনে বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক, কর্ণেল আমিনুল করীম চৌধুরী, লে.কর্ণেল আবদুল খবির সরকার, লে.কর্ণেল মো. মহিউদ্দিন, লে.কর্ণেল খন্দকার গোলাম সারোয়ার এবং বিএসএফের পক্ষে ডিআইজি শ্রী ডিকে বুরা, কমান্ডেন্ট অফিসার আরডি দুর্গা, শ্রী বিনয় কুমারসহ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসারগন উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন