বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফএর সীমান্ত বৈঠক

হিলি (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ৩:৩৭ পিএম

দিনাজপুরের হিলিতে সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে ভারত অভ্যন্তরের শুন্য রেখায় দু দেশের সীমান্তরক্ষী বাহিনীদের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভারত বিএসএফ এর আমন্ত্রনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
হিলি সহ পার্শ্ববর্তী বিভিন্ন সীমান্তে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার সহ বিভিন্ন বিষয় নিয়ে ঘন্টা ব্যাপী ফলপ্রসু আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল খন্দকার মোহাম্মদ গোলাম মহিউদ্দিন তার সাথে ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল রফিকুল ইসলাম।
ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারত নর্থ বেঙ্গলের অতিরিক্ত মহাপরিচালক ওয়াই বি খুরানিয় ফ্রন্টিয়ারের আইজি রবি গান্ধী,। তার সাথে ছিলেন সেক্টর কমান্ডার ডিআইজি এসএ শ্রী ভাস্তোভা, রায়গঞ্জ সেক্টর হেডকোয়ার্টার ডিআইজি শ্রী বাস্তব, বিএসএফ ৬১ পতিরামের কমান্ডিং অফিসার (সিও) ভালেন্দু ত্রিভেদু ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন