চিত্রনায়ক বাপ্পী চৌধুরী গ্র্যাজুয়েট হলেন। রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) থেকে সাংবাদিকতা বিভাগে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। বাপ্পী বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গ্র্যাজুয়েট হয়ে অনেক ভাল লাগছে। জীবনের অনেক বড় পাওয়া এটি। তিনি বলেন, গত বছর আমার স্নাতক সম্পন্ন হয়েছে। বশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়েছি। বাপ্পীর জানান, এবার সাংবাদিকতার উপরই মাস্টার্স করবেন। তিনি বলেন, সিনেমার ব্যস্ততায় সময় করতে পারছি না। শিঘ্রই মাস্টার্সে ভর্তি হবো। সবার কাছে দোয়া চাই, যাতে সিনেমার ক্যারিয়ারের পাশাপাশি আমার শিক্ষাজীবনটাও মসৃণ হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন