শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শ্রী প্রীতমের কথা ও সুরে প্রকাশিত হলো আসিফের অভিনয়

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১১ এএম

শ্রী প্রীতম, কলকাতার গীতিকবি, সুরকার ও গায়ক। শাকিব খান অভিনীত উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ সিনেমায় তার গাওয়া ‘চুম্মা’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সুদীপ কুমার দীপের লেখা এই গানের সুরও ছিলো শ্রী প্রীতমের। সেই শ্রী প্রীতমেরই লেখা ও সুরে কলকাতার গ্রিবস মিউজিকের প্রযোজনায় আসিফ ‘অভিনয়’ গানটিতে কন্ঠ দিয়েছেন। গানটির সঙ্গীতায়োজন করেছেন জেকে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন কলকাতার অরোনী সেনগুপ্ত। মিউজিক ভিডিওতে আসিফ’সহ মডেল হয়েছেন সৌরভ ও ঐশী। গানটিতে আসিফের কন্ঠ দেয়া প্রসঙ্গে শ্রী প্রীতম বলেন, ‘এ গানটি লিখেছি আমি আসিফ ভাইয়ের জন্যই। তার কথা মাথায় রেখেই গানটির সুর করেছি। কলকাতার গ্রিবস মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া পাচ্ছি। বেশিরভাগে শ্রোতাদের এমন অভিমত যে তারা এই গানে সেই আগের আসিফ ভাইকেই ফিরে পেয়েছেন। আসিফ ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ অভিনয় গানটিতে কন্ঠ দেয়ার জন্য।’ শ্রী প্রীতমের সুরে আসিফ প্রথম ‘ফেলকি’ শিরোনামের একটি গানে কন্ঠ দেন। সর্বশেষ তার সুরে দু দুবার করে, যত্ন নিও, বেসামাল গানগুলোতে কন্ঠ দিয়েছেন। কলকাতায় শ্রী প্রীতমের সুরে কুমার শানু, অলকা ইয়াগনিক, শান’সহ আরো অনেকেই গান গেয়েছেন। বাংলাদেশের আসিফ ছাড়াও তার সুরে গান গেয়েছেন সোহেল মেহেদী, ইমরান, বেলী আফরোজ, কোনাল, টুম্পা’সহ আরো অনেকে। গান লেখা এবং সুর করার পাশাপাশি শ্রী প্রীতম একজন সঙ্গীতশিল্পী হিসেবেও বেশ সুনাম কুঁড়িয়েছেন কলকাতায়। শুধু ‘অভিনয়’ গানের প্রকাশনা উৎসবে অংশ নিতেই কয়েকদিনের জন্য ঢাকা এসেছিলেন শ্রী প্রীতম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন