গুজব রটেছে দীর্ঘ দিনের প্রেমিক উদয় চোপড়া বিয়ে করতে অস্বীকৃতি জানাবার কারণে মন ভেঙে যাওয়ার জন্য অভিনেত্রী নারগিস ফাখরি ভারত ছেড়ে নিউইয়র্ক চলে গেছেন।
সূত্র জানিয়েছে, উদয় বিয়ে করতে রাজি না হলে নারগিস মানসিকভাবে ভেঙে পড়েন। এবং এরপর ‘আজহার’ চলচ্চিত্রের তারকাটি চিরতরে বলিউড ছেড়ে যুক্তরাষ্ট্রের পথে পাড়ি জমান। তবে অভিনেত্রীর মুখপাত্র জানিয়েছে তিনি চিকিৎসার্থে বিদেশে গিয়েছেন, বলিউডকে বিদায় জানাতে নয়।
এই মুখপাত্র বলেছে, “গত এক বছরে নারগিস একসঙ্গে তিনটি ফিল্মের কাজ চালিয়ে গেছে। এতে তার ওপর খুব চাপ গেছে। সবাই এমন চাপের মধ্যে কাজ করতে পারে না। ‘আজহার’-এর প্রচার কার্যক্রম থেকেই সে বেশ কয়েকটি আঘাত বয়ে বেড়াচ্ছে। এছাড়া সে আর্সেনিক পয়জনিংয়ের শিকারও হয়েছে।”
এই মুখপাত্র আরও জানায়, এতো অসুস্থতার পরও নারগিস ‘আজহার’এর প্রচারে অংশ নিয়েছেন এবং অবস্থার অবনতি হলে তিনি সাজিদ নাদিয়াদওয়ালার কাছ থেকে ‘হাউসফুল থ্রি’র প্রচার থেকে রেহাই চেয়েছেন। তারপর তিনি একমাসের ছুটি নিয়ে নিউ ইয়র্ক গিয়েছেন চিকিৎসার জন্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন