শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শাহীন সামাদের ৪টি অডিও অ্যালবাম

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যানারে ২০ মে বাজারে আসছে একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী শাহীন সামাদের ৪টি অডিও অ্যালবাম। অ্যালবামগুলো হলো- পঞ্চকবির গানের অ্যালবাম নানা বর্ণের গান, নজরুল সঙ্গীতের অ্যালবাম অন্তরে তুমি, হামদ ও নাত এর অ্যালবাম আল্লাহ্কে যে পাইতে চায় ও দূর আযানের মধুর ধ্বনি। নানা বর্ণের গান অ্যালবামে পঞ্চকবির ১৩টি গান আছে, উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- প্রথম আদি, আমি সকল কাজের, জাগাও পথিক, উচাটন মন, মম মনের বিজনে ও পলাশ ঢাকা কোকিল ডাকা। অন্তরে তুমি অ্যালবামে কাজী নজরুলের ১০টি জনপ্রিয় গান আছে, উল্লেখযোগ্য কয়েকটি হলো- পরজনমে দেখা হবে, গানগুলি মোর, ছাড় ছাড় আঁচল, অন্তরে তুমি, মোর প্রথম প্রেমের মুকুর। আল্লাহ্কে যে পাইতে চায় অ্যালবামে কাজী নজরুলের ৭টি ইসলামী গান আছে, উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- আমিনার কোলে, আল্লাহ্কে যে পাইতে চায়, খাতুনে জান্নাত, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। দূর আযানের মধুর ধ্বনি অ্যালবামে কাজী নজরুলের ৭টি ইসলামী গান আছে, উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- তোমার দয়ায়, মোহাম্মদের নাম, ওগো নূর নবী হযরত, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, দূর আযানের মধুর ধ্বনি। অ্যালবামগুলো প্রসঙ্গে শাহীন সামাদ বলেন, ‘অনেকদিন পর যতœসহকারে আমার অ্যালবামগুলোর কাজ করেছি চেষ্টা করেছি শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে। আশা করি শ্রোতারা আমার অ্যালবামের গানগুলো শুনে নিরাশ হবেন না’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন