বিনোদন ডেস্ক : বিশ বছর আগে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হয়েছিলেন বগুড়ার মেয়ে আরজুমান্দ আরা বকুল। সে বছরই প্রথম টিভি নাটকে অভিনয় করেন ফরিদুর রহমানের প্রযোজনায় ‘হিসাব নিকাশ’ নাটকে। এরপর থেকে বিগত বিশ বছরে বহু নাটক, টেলিফিল্ম এবং ধারাবাহিকে অভিনয় করেছেন গুণী এই শিল্পী। অভিনয় করলেও কিছুটা লেখালেখিরও অভ্যাস আছে তার। সেই ধারাবাহিকতায় মাঝে মাঝে নাটক রচনা করলেও নিজের নাম দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না তিনি। তবে বেশ কয়েকবছর আগে তার রচিত ও আল হাজেন পরিচালিত কমেডি ঘরানার নাটক ‘কুইক ম্যারেজ’ বেশ প্রশংসিত হয়। এবার ঈদ উপলক্ষে আরজুমান্দ আরা বকুল রচনা করেছেন ফেসবুক কেন্দ্রিক নাটক ‘ফেসবুকে বাসর’। এটি নির্মাণ করবেন শাহীন। আগামী সপ্তাহেই নাটকটির শুটিং হবে বলে জানান আরজুমান্দ আরা বকুল। বকুল বলেন, ‘ফেসবুকে এখন নানা ধরনের ঘটনা ঘটছে। শুধু তরুণরাই নন বয়স্করা এখন ফেসবুকে নিজেদের যুবক বয়সের ছবি দিয়ে প্রেমও করছেন। এমন’সব ঘটনা নিয়েই একটি ম্যাসেজধর্মী নাটক রচনার চেষ্টা করেছি। সঠিকভাবে নির্মাণ করতে পারলে দর্শকের ভালো লাগবে আশাকরি।’ এদিকে আরজুমান্দ আরা বকুল ফেরদৌস রানার নির্দেশনায় নতুন প্রতিদিনের ধারাবাহিক ‘এক পা দু’পা’র কাজ শুরু করেছেন। এতে তার বিপরীতে আছেন ডা. এজাজ। বকুল’র চরিত্রের নাম শাহী। এটি নাগরিক টিভিতে শিগগিরই প্রচার হবে। এছাড়া বকুল অভিনীত ধারাবাহিক ‘পালকি’ দীপ্ত টিভিতে এবং ‘তুই কে আমার’ এশিয়ান টিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। আরজুমান্দ আরা বকুলের মেয়ে উপমা’ও এখন অভিনয়ে বেশ নিয়মিত হয়ে উঠেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন