শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

খবর পাঠিকা থেকে নায়িকা হলেন শবনম বুবলি

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : খবর পাঠিকা থেকে নায়িকা হয়েছেন শবনম বুবলি। শামীম আহমেদ রনির পরিচালনাধীন সিনেমা বসগিরিতে তিনি নায়িকা হয়েছেন। বুবলি বাংলাভিশনে নিয়মিত খবর পাঠ করেন। এখন হয়েছেন নায়িকা। তার নায়ক শাকিব। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে এবং বুবলি তাতে অংশগ্রহণ করেন। সিনেমাটিতে নায়িকা হিসেবে চ‚ড়ান্ত হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অজ্ঞাত কারণে অপু সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন। ফলে পরিচালক অনেক খোঁজাখুঁজি করে শবনম বুবলিকে অপুর জায়গায় নায়িকা নির্বাচন করেন। শামীম আহমেদ রনি বলেন, বুবলি এর আগে নাটক কিংবা চলচ্চিত্র কোনেটিতেই অভিনয় করেননি। বাংলাভিশনের সাংবাদ পাঠিকা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতোকোত্তর স¤পন্ন করেছেন তিনি। আশা করছি, দর্শক তাকে ভালোভাবে গ্রহণ করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
shanta ৭ জুন, ২০১৮, ১:৫৩ পিএম says : 0
আমিও সুটিং করতে চাই পারবো কি বলেন প্লিজ
Total Reply(0)
Md Alamgir Hossain ২ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০১ পিএম says : 0
শাকিব আমার প্রিয় নায়ক ,,,আমি শাকিবকে অনুসরন করি ,,,শাকিব এবং বুবলীর জুটিটা খুব ভালই মানাইছে .
Total Reply(0)
মাসুদ রানা শাকিব ৫ এপ্রিল, ২০২০, ১০:৫৬ পিএম says : 0
আমি চাই শাকিব খানের শব ছবিতে নায়েকা হিসাবে বুবলিকে চাই দারুন মানাই
Total Reply(0)
Weber ২৩ নভেম্বর, ২০২১, ১১:৫৪ পিএম says : 0
আমার চলচিত্রের প্রিয় আপু দুই টা বলতে গেলে বেষ্ট বন্ধু ১,বুবলী আপু এবং পূর্ণিমা আপু-দুজন কেই অনেক অনেক শুভেচ্ছা অভিন্দন মোবারক বাদ।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন