মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে জনি ডেপের মানহানি মামলা

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

অভিনেতা জনি ডেপ তার সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের (৪২০ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করেছেন। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে হার্ড দাবি করেছিলেন তিনি গার্হস্থ্য সহিংসতার শিকার। এই দাবিকে উপলক্ষ করেই ডেপের আইনজীবী এই মানহানির মামলা করেছেন। ডেপের এই মামলায় হার্ডের দাবিকে ‘হ্যোক্স’ বা ধাপ্পাবাজি বলে উলে­খ করা হয়েছে। আইনজীবী বর্ণনা করেছেন : “তিনি (হার্ড) একজন বিখ্যাত মানুষকে গার্হস্থ্য সহিংসতার কারণ হিসেবে চিত্রিত করেছেন। তিনি বর্তমান সময়ে যৌন নিপীড়নের বিরুদ্ধে নারীদের ক্রোধের পুরোটা প্রয়োগ করেছেন। নিবন্ধে দেখিয়েছেন তিনি গার্হস্থ্য সহিংসতার শিকার আর তার জন্য দায়ী হলেন ডেপ।” “ডেপ কখনও হার্ডকে নির্যাতন করেননি। ২০১৬ সালে তার আনীত এই অভিযোগ মিথ্যা। তার পক্ষে প্রচারণা আর নিজের ক্যারিয়ারকে এগিয়ে নেবার জন্য এই ধাপ্পাবাজির সুচারু পরিকল্পনার আশ্রয় নেয়া হয়েছিল।” হার্ডের আইনজীবী এর জবাবে বলেছেন : “এটি অ্যাম্বার হার্ডকে চুপ করাবার জন্য জনি ডেপের সর্বশেষ অসার পদক্ষেপ। তিনি চুপ হবেন না। ডেপের পদক্ষেপ প্রমাণ করে তিনি তার নির্যাতনকারীর স্বভাব মেনে নিতে চাইছেন না।” ২০১১তে ‘দ্য রাম ডায়েরি’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় ডেপ (৫৫) এবং হার্ডের (৩২) অন্তরঙ্গতা হয়। ২০১৫’র মে মাসে তাদের বিয়ে এবং ২০১৬তে ছাড়াছাড়ি হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন