সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

৪৪ বছর পর মায়ের গাওয়া গান গাইলেন আলিফ আলাউদ্দিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

৪৪ বছর পর মায়ের গাওয়া গান গাইলেন সঙ্গীতশিল্পী আলিফ আলাউদ্দিন। ১৯৭৫ সালে মুক্তি পাওয়অ আলমগীর-কবরী জুটির লাভ ইন শিমলা সিনেমার ‘ওগো তুমি যে আমার গানটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। মুকুল চৌধুরীর কথায় গানটির সুর করেন আলম খান। গেয়েছিলেন পপ তারকা ফেরদৌস ওয়াহিদ ও নজরুলসংগীত শিল্পী সালমা সুলতানা। এই গানটি নতুন করে গেয়েছেন আলিফ আলাউদ্দিন। গানটির নতুন সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও ফয়সাল। মিক্স-মাস্টার করেছেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। ভিডিও নির্মাণ করেছেন তানভীর খান। গানটি উৎসর্গ করা হয়েছে আলিফ আলাউদ্দিনের মা সালমা সুলতানাকে। সম্প্রতি গানটি ডিজে রাহাতের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকে ভালো প্রশংসা পাচ্ছেন আলিফ। তিনি বলেন, মাকে উৎসর্গ করে গানটি গেয়েছি। অবশ্যই তার মতো হয়নি, তবুও ভালোবেসে গাওয়া। আশা করি, নতুন সংগীতায়োজন করা গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। উল্লেখ্য, ৭০-৮০ দশকের নন্দিত শিল্পী সালমা সুলতানা ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন দেশের বিখ্যাত সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর প্রথম স্ত্রী, জনপ্রিয় কণ্ঠশিল্পী আবিদা সুলতানার ছোট বোন ও সংগীত পরিচালক শওকত আলী ইমনের বড় বোন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন