রাজধানীর সদরঘাটে সুরভী ৭ নামে একটি শরিয়তপুর গামী লঞ্চের ধাক্কায় মাঝি সহ সাত জন নিখোঁজ রয়েছে।
বিআইডাব্লিউটিএ যুগ্ম পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১ টার দিকে সুরভী-৭ নামে শরিয়তপুর গামী লঞ্চটি একটি খেয়া নৌকাকে ধাক্কা দিলে তার আরোহী শাহজাহান নামে একজনকে উদ্ধার করেছে।পরে তাকে আহত অবস্থায় প্রথমে মিটফোর্ড হাসপাতাল ও পরে পঙ্গুতে পাঠানো হয়।
সদরঘাটের নৌ পুলিশের এসআই শহীদ মিয়া জানান, রাত ১১ টার দিকে শাহজাহান ও দেলোয়ার নামে দুই ব্যক্তি তার পরিবার সহ কামরাঙ্গীর চর থেকে শরিয়তপুর যাওয়ার উদ্দেশ্যে একটি খেয়া নৌকা করে সদরঘাট আসার পথে সুরভী-৭ লঞ্চটি পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সবাই ডুবে যায়। তাদের মধ্যে শাহজালালের স্ত্রী শাহিদা (৩২), মেয়ে মীম (৮), মাহী (৬) দেলোয়ার (৩৮), তার স্ত্রী জামসিদা (২০), ছেলে জুনায়েদ(৬) ও মাঝি সহ ৭ জন নিখোঁজ রয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন