শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দীপিকা আর প্রিয়াঙ্কাকে নিয়ে বিরূপ মন্তব্য করেননি নওয়াজউদ্দিন সিদ্দিকি

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

হলিউডে ভারতীয় তারকাদের অংশগ্রহণ নিয়ে একটি পরোক্ষ মন্তব্য করে বেকায়দায় পড়ে গেছেন বলিউডের সুঅভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তিনি বলেছিলেন হলিউডে কাজ পেতে হলে শক্তিশালী এজেন্ট দরকার। আর তাতে সবাই ধারণা করে নিয়েছে তিনি দীপিকা পাডুকোন আর প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে এই মন্তব্য করেছেন। তার মন্তব্যের অর্থ করা হয়েছে উল্লেখিত অভিনেত্রীটি দুজন প্রতিভা নয় বরং তাদের এজেন্টদের তৎপরতায়ই কাজ পেয়েছেন।
নওয়াজউদ্দিন জানিয়েছেন তিনি নির্দিষ্ট করে কাউকে নিয়ে এই মন্তব্য করেননি তবে নিজের মন্তব্যে তিনি অটল আছেন।
তিনি বলেন, “হ্যাঁ, আমি এখনও বিশ্বাস করি হলিউডে কাজ পেতে হলে একজন ভাল এজেন্ট আর শক্তিশালী জনসংযোগ দলের প্রয়োজন। আমি এই কথা বলেছি সত্য তবে কাউকে উদ্দেশ্য করে নয়। এ মন্তব্য কাউকে হেয় করার জন্য নয়। অবশ্যই প্রতিভা প্রয়োজন, কিন্তু এমন অনেক প্রতিভাবান মানুষ আছে যারা প্রচারের অভাবে আড়ালে রয়ে যায়। আমাদের দেশে অনেক প্রতিভা আছে। সবার তো স্বীকৃতি মেলে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন