শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কোনও অভিনেতাকে বিয়ে করতে নারাজ নেহা পেন্দসে

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

অভিনেত্রী নেহা পেন্দসে জানিয়েছেন তিনি এখনও তার সঠিক সঙ্গীটিকে খুঁজে পাননি আর সবচেয়ে বড় কথা তিনি তার জীবনসঙ্গী হিসেবে কোন অভিনেতাকে বেছে নেবেন না। নেহা এখন ‘মে আই কাম ইন ম্যাডাম?’ নামের একটি সিটকমে অভিনয় করছেন। কালার্স টিভির এই কমেডি ফিকশন শোতে তিনি সঞ্জনা ওরফে ম্যাডামের ভূমিকায় অভিনয় করছেন। নেহা জানিয়েছে তিনি একজন অ-অভিনেতাকেই বিয়ে করবেন।
“আমি এখনও আমার জন্য সঠিক মানুষটির দেখা পাইনি। জীবনসঙ্গী হিসেবে আমি একজন অ-অভিনেতাকে চাই,” নেহা এক সাক্ষাতকারে বলেন।
১৯৯০ দশকের ‘হাসরাতেঁ’ সিরিয়ালটিতে শিশুশিল্পী হিসেবে ছোট পর্দায় নেহার অভিষেক হয়েছিল। এছাড়াও তিনি পরিণত বয়সে হিন্দি, মারাঠি এবং দক্ষিণ ভারতের চলচ্চিত্রে অভিনয় করেছেন।
‘মে আই কাম ইন ম্যাডাম?’ সিটকমে তার ভূমিকাটি এমন এক বসের যে তার সহকর্মীদের সঙ্গে ফস্টিনস্টি করতে ছাড়ে না।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন