বিনোদন ডেস্ক : ঈদের জন্য নির্মিতব্য দুই ধারাবাহিকে অভিনয় করছেন মোনালিসা। সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘এভারেজ আসলাম’ ধারাবাহিকের শূটিং এখন তিনি করেছেন। এই ধারাবাহিকের পাশাপাশি ২৩ মে থেকে ‘ডি আর সুলাইমান’ নামের ছয় পর্বের ধারাবাহিকে অভিনয় করবেন। এটি পরিচালনা করবেন সাজিন আহমেদ বাবু। এই দুটি ঈদ ধারাবাহিকে তার বিপরীতে থাকবেন মোশাররফ করিম। মোনালিসা বলেন, ‘তিন বছর আগে সাগর ভাইয়েরই নির্দেশনায় সিকান্দার বক্স নাটকে অভিনয় করেছিলাম। তিন বছর পর মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অভিনয় করছি। বেশ ভালো লাগছে। পুরোনো মানুষ, পুরোনো ইউনিট অথচ নতুন উদ্যমে কাজ করা, সবই ভালো লাগছে।’ এদিকে মোনালিসা শেষ করেছেন অনন্য ইমনের নির্দেশনায় ‘ফিনিক্স ফ্লাই’ নামে এক ঘণ্টার একটি ঈদের নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন হিল্লোল ও সজল। চলতি সপ্তাহ থেকে যমুনা টিভিতে প্রচার শুরু হয়েছে তার মডেল হওয়া ‘যমুনা ফ্যান’র বিজ্ঞাপনটি। শিঘ্রই তিনি ‘যমুনা রেফ্রিজেরেটরের বিজ্ঞাপনের শূটিংয়ে অংশ নেবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন